হুগলি, ২৪ ডিসেম্বর:- বারোটায় শুরু হয় টেট পরীক্ষা। হুগলি জেলার ৩১ টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন ১২১৫০ জন পরীক্ষার্থী। চুঁচুড়া ডাফ হাইস্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ৪০০ জন। সকাল দশটা থেকে স্কুলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষার পর গেট খোলে। একে একে স্কুলে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। চুঁচুড়া মল্লিকবাটি পাঠাশালা, হুগলি কলিজিয়েট স্কুল, চন্দননগর কানাইলাল, বকৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, ব্যান্ডেল বিদ্যামন্দির, শ্রীরামপুর গার্লস হাইস্কুল, রমেশচন্দ্র গার্লস, মাহেশ হাইস্কুল, জিরাট কলোনী হাইস্কুল সহ সব পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা।
অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারছেন পরীক্ষার্থীরা।মোবাইল,ব্লুটুথ,ঘরি সহ কোনো রকম ইলেকট্রনিক গেজেট নিয়ে ঢোকায় নিষেধ ছিল প্রাথমিক পর্ষদের। টেট দিতে আসা প্রার্থীদের দাবী পরীক্ষা যেমন হচ্ছে তেমন প্রতি বছর নিয়োগ হোক। আইনি জটিলতায় নিয়োগ আটকে থাকলেও পরীক্ষা হচ্ছে।পাশ করা প্রার্থীরা জানেন না কবে হবে নিয়োগ।