এই মুহূর্তে জেলা

রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা ইমামবাড়ার সংলগ্ন পার্ক।


হুগলি, ২০ ডিসেম্বর:- বছর ছ’য়েক আগে ‘গ্রিন সিটি’ প্রকল্পে প্রায় ৫০ লক্ষ টাকায় গড়া হয়েছিল চুঁচুড়ায় হাজি মহম্মদ মহসিনের সমাধিস্থল সংলগ্ন পার্কটি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ইমামবাড়া পাশের সেই পার্ক এখন বেহাল। আগাছায় ভরেছে পুরো চত্ত্বর। ইমামবাড়া কমিটির সদস্য মির্জা সাজেদ আলি বলেন, “পার্ক পরিষ্কারের দায়িত্ব আমাদের হাতেই রয়েছে। তবে, পার্কের কাজ এখনও শেষ হয়নি। গোটা এলাকাটিকে পাঁচিল দিয়ে ঘেরার কাজ বাকি রয়েছে। রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আশা করছি বাকি কাজটাও সম্পূর্ণ হবে।

তারপরই পার্ক রক্ষণাবেক্ষণের বিষয়টিতে জোর দেওয়া হবে।’’ পুরপ্রধান অমিত রায় বলেন, ‘‘পার্ক পরিষ্কারের জন্য ইমামবাড়া কমিটির তরফে কোনও সাহায্যের আবেদন আমাদের কাছে আসেনি। আসলে নিশ্চয়ই দেখা হবে।’’ ১৮১২ সালে প্রয়াত হন ‘দানবীর’ হাজি মহম্মদ মহসিন। ইমামবাড়া সদর হাসপাতাল, হুগলি মহসিন কলেজ, হুগলি মাদ্রাসা, ইমামবাড়া প্রভৃতি মহসিনের দানের জমিতেই তৈরি হয়েছে। মৃত্যুর পর ইমামবাড়ার কাছেই মহম্মদ মহসিনকে সমাধিস্থ করা হয়। এর পরে বিভিন্ন সময়ে তাঁর পরিবারের লোকজনকেও ওখানেই কবর দেওয়া হয়। পাশেই পার্কে এসে চক্ষু চড়ক গাছ তাঁর।

স্থানীয় এক যুবক বলেন, ‘‘এখানে পার্ক গড়ে তোলা হল। কিন্তু রক্ষণাবেক্ষণ হল না। চারদিক নোংরা-আবর্জনায় ভর্তি। এখন পার্কে কেউ বসতেও আসেন না।’’ শেখ সোহেল নামে আর এক যুবকের অভিযোগ, পার্ক পরিষ্কার হয় না। সন্ধ্যার পর পার্কের ভিতর মদ-জুয়ার আসর বসে। স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন, “বছরে একবার ওঁনার (মহসিন) যখন জন্মদিন হয় তখন একটু পরিষ্কার হয়, তারপর যেই কে সেই।’’