এই মুহূর্তে জেলা

হাওড়া ডুমুরজলার অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০০ টি ঘর সম্পূর্ণভাবে বর্ষীভূত।


হাওড়া, ২০ ডিসেম্বর:- মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ইছাপুর ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের পাশে বস্তির বড় অংশ। আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ১০০টির ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। ঘরের মধ্যে যাবতীয় আসবাবপত্রের পাশাপাশি পড়াশোনার বই, ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের বই সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই পুড়ে যায়। বাসিন্দাদের হাতে কার্যত অবশিষ্ট বলে কিছু নেই। মঙ্গলবার সন্ধ্যের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। চারদিক থেকে বাসিন্দাদের কান্নার রোল ওঠে। কারণ ওই বস্তির বেশিরভাগ ঘরের বাসিন্দারা কোন কিছুই বের করার সময় পাননি।

বই ও খাতা আগুনে পোড়ার পাশাপাশি বেশ কিছু পাঠ্য বই দমকলের জলে পুরোপুরি নষ্ট হয়ে যায়। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধ পোড়া বইপত্র, খাতা এবং অন্যান্য আসবাবপত্র। এদিকে, শীতের রাতে সব হারিয়ে বস্তির বাসিন্দারা কার্যত পথে বসেছেন। মঙ্গলবার রাতেই প্রশাসনের পক্ষ থেকে ইছাপুর গার্লস স্কুলে ক্যাম্প করা হয়। ক্যাম্পেই বাসিন্দাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি তাদের জন্য কম্বলের ব্যবস্থা করা হয়েছে। গতকালই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে তাদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজ বুধবার দুপুরে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ওই বস্তির পুড়ে যাওয়া বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন।