হুগলি, ১৭ ডিসেম্বর:- চারিদিক থেকে যেমন চাপ বাড়ছে কেউ বাঁচাতে পারবে না ভাইপোকে। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেকের সম্পত্তি হয়েছে ২০১৪ সালের পর থেকে।মানে লুটপাট আরও বেড়েছে। কোন ব্যাংকে কত টাকা জমা, দুবাইতে কত সিঙ্গাপুরে কত লন্ডনে কত, কোন একাউন্ট কোনটা বৌ এর নামে কোনটা শালির নামে কোনটা শ্বশুরের নামে কোনটা মা বাবার নামে।আর এখানে বোঝানো হচ্ছে একশ দিনের টাকার জন্য যাচ্ছি।বিদেশে গিয়ে বিদেশী সব বান্ধবীদের, আবার বান্ধবী বলা যাবে না।
বান্ধবীও বলবা না। বিদেশিনীদের একাউন্ট ভারা নিয়ে যেমন দেহোপজীবিনীদের দেহ ভাড়া নেওয়া হয় আজকের দিনে সেরকম একাউন্ট ভারা নেওয়া হয়। বিদেশী একাউন্ট ভাড়া নিয়ে আমাদের দেশের গরীব মানুষের লুটের টাকা পাচার করেছে পিসি ভাইপো। আর সেটার হদিশ পেয়েছে বিজেপি। টাকার হদিশ পেলে কি হয় মাঝে মধ্যে কাগজ দেখায়। মোটা ভাই বলবে ফাইল আমার কাছে এরপর ঠিক এদল থেকে কে ও দলে যাবে। ঝন্ডা পাল্টাবে কিনা।