এই মুহূর্তে জেলা

ট্রেন বা স্টেশন চত্বরে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফেরালো শেওড়াফুলি জিআরপি।


হুগলি, ৯ ডিসেম্বর:- বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্তর থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ৷ এদিন হারানো প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানেল মধ্য দিয়ে এই সব মোবাইল ফেরত দেওয়ার উদ্যোগ নেয় শেওড়াফুলি জিআরপি। মোট ১৫ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হল আজ। ব্যান্ডেল রেল পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ সত্যব্রত ভট্টাটার্য মোবাইলের আসল মালিকদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেন। শেওড়াফুলি জিআরপি থানার অফিসার ইনচার্জ প্রদ্যুৎ ঘোষ বলেন বিভিন্ন সময়ে ভিড় ট্রেন থেকে অথবা স্টেশন চত্তর থেকে মোবাইল পকেটমার হয়ে যায়।

সেই সব মোবাইল চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেই গুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করি। এখনো বেশ কিছু মোবাইল ফোন উদ্ধারের কাজ চলছে। আগামী দিনে সেই সব মোবাইল তাদের আসল মালিকের হাতে তুলে দেয়া হবে। ফিরে পাওয়া মোবাইল ফোনের এক মালিক আমি ভাবিনি এই ফোন ফিরে পাবো। চাকরির প্রথম বেতনের টাকায় ফোনটা কিনেছিলাম। সেটা চুরি হয়ে যাওয়াতে বেশ খারাপ লেগেছিলো। তবে আজ ফিরে পাওয়া তে পুলিশের প্রতি আস্থা আরো বেড়ে গেলো। খুব ভালোলাগছে।