এই মুহূর্তে জেলা

উদ্যোক্তাদের কাঁধে চেপেই লাইন পার হলেন মা জগদ্ধাত্রী।

হুগলি ২৩ নভেম্বর:- উদ্যোক্তাদের কাঁধে চেপে লাইন পার হলেন জগদ্ধাত্রী। বৃহস্পতিবার প্রায় কুড়ি মিনিট ধরে লাইনের প্রায় ৫০ মিটার রাস্তা টপকে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল চন্দননগর সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীনের প্রতিমাকে। সকালে বরণের পর প্রায় ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় প্রতিমাকে মণ্ডপ থেকে বের করে কাঁধে তুলে হাওড়া-বর্ধমান মেন লাইন পার করা হয়। সে সময় ব্যান্ডেলগামী একটি ট্রেন চন্দননগর স্টেশনে অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকে। প্রতিমা পার করোনার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে লাইনে ছিলেন রেল পুলিশ কর্মীরা।