এই মুহূর্তে জেলা

চাঁপদানীতে ছট পুজোর আগে ঘাট পরিদর্শনে পৌরপ্রধান।


প্রবীর বসু, ১৫ নভেম্বর:- আর তিন দিন বাদে হিন্দি ভাষাভাষী মানুষদের সূর্য দেবের পুজো অর্থাৎ ছট পুজো। এই পুজোতে ভক্তরা পুজো দিতে চলে যায় গঙ্গার ধারে। সেখানে নিষ্ঠা সহকারে পুজো দেয় মহিলারা। প্রচুর ভিড় হয় ভক্তদের। সেই কারণে চাপদানির পলতা ঘাটের পাশে ইন্দিরা ময়দানে ও পীরতলা ঘাট পরিদর্শন করলেন চাপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র।

ঘাটগুলিতে কাজ চলছে যুদ্ধকালীন পদ্ধতিতে। কারণ আর দেরি নেই।ছট ভক্তদের ঢ্ল নামবে এই দুটি ঘাটে।ইন্দিরা ময়দান ঘাটের কাজ নতুন ভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন পৌরপ্রধান। পৌর ও দলিয় কর্মীদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন তিনি। আর চাপদানি পীরতলা ঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ছট ভক্তদের কথা মাথায় রেখে পীরতলা ঘাটের কাজ চলছে নতুন উদ্যোমে। প্রতিবেশীরা পৌরপ্রধানের কাজের প্রশংসা করেন।