এই মুহূর্তে জেলা

৩৫৩ বছরের পুরনো পান্ডুয়ার হ্যাপা কালী।

হুগলি, ১২ নভেম্বর:- মা কালী প্রতিষ্ঠা করতে অনেক হ্যাপা পোহাতে হয়েছিল, তাই নাম হয়েছে হ্যাঁপা কালী। আজ রবিবার বেলা একটা নাগাদ এমনই ছবি পান্ডুয়ার বেলুন ধাবাসিন গ্রাম পঞ্চায়েতের বেলুন গ্রামে। ৩৫৩ বছরের পুরনো এই পুজোতে আজও রীতি মনে হয় নিলাম প্রথা। এখনো প্রায় ৫০টার বেশি পাঠা বলি হয় এখানে।

তান্ত্রিক মতে হয় দেবীর পূজ। ৩৫৩ বছরের এই পুজোর অন্যতম রীতি পুজোয় ব্যবহৃত গঙ্গাজল থেকে পাঠার মুড়ি সবই নীলাম হয় পুজোর পরের দিন সকালে, নিলামে ওটা প্রসাদ নিতে ভিড় জমায় পার্শ্ববর্তী বহু গ্রামের মানুষ। নিলাম থেকে আয় হওয়া অর্থ কাজে লাগানো হয় পুজোতে। এমনটাই জানালেন বেলুন হেপাকালি বারোয়ারির সম্পাদক সুদীপ ঘোষ। আজ রবিবার সকাল থেকেই গ্রামবাসী সহ দূরদূরান্ত থেকে আসা বহু মানুষ পুজো দিতে শুরু করে দিয়েছে মণ্ডপে।