হুগলি, ২৭ অক্টোবর:- দশমীর দিন চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করল সিঙ্গুর থানার পুলিশ। ঘটনায় গ্ৰেফতার ৩ জন দুষ্কৃতী। অভিযুক্তদের আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ। হুগলী জেলা গ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার আফজল আবরার জানান, গত ২৪ শে অক্টোবর সিঙ্গুরের মির্জাপুর এলাকায় প্রতিমা নিরজ্ঞনের সময় প্রকাশ কোলে নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। ঘটনার পরের দিন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন প্রকাশ কোলে। অভিযোগের তদন্তে নেমে পরের দিন থানার এক সিভিক ভলেন্টিয়ার বাপন দাস বাইক সহ ব্যক্তিটিকে আটক করে সিঙ্গুর থানায় নিয়ে আসে।
থানায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির ঘটনা স্বীকার করে। এবং এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্ৰেফতার করা হয়। পুলিশ জানিয়েছেন প্রথম অভিযুক্তের নাম স্বরাজ পাল বাড়ি সিঙ্গুর থানা এলাকায় মির্জাপুর গ্রামে। অপর দুই অভিযুক্ত বাপন দাস ও আনন্দ কোলে। এদের বাড়ি চন্ডীতলা থানার জঙ্গলপাড়া এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে আই পি সি ৩৭৯ ধারায় মামলা রজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিগত দিনে আরো কোন অপরাধমূলক কর্মকাণ্ড আজ কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হুগলী জেলা গ্ৰামীন পুলিশ এর ডি এস পি আফজল আবরার।