হাওড়া, ২৪ অক্টোবর:- আজ বিজয়া। আকাশে বাতাসে বিষাদের সুর। প্রথা মেনে দশমীর সকালেই ঘট ও দর্পণ বিসর্জন বেলুড় মঠে। চারদিন বেলুড় মঠে মহাসমারোহে উদযাপিত হয় দুর্গোৎসব। আজ দশমীর সকালে শ্রীশ্রীমা সারদার গঙ্গার ঘাটে ঘট বিসর্জন হয়।
রাতে হবে সন্ন্যাসী মহারাজদের ধুনুচি নাচের সঙ্গে প্রতিমা বিসর্জন। সকালে দর্পণ এবং ঘট বিসর্জনের অনুষ্ঠান সম্পন্ন হয়। দেবী উমা কৈলাসের পথে আজ রওনা হবেন। আবার এক বছরের প্রতীক্ষা।