এই মুহূর্তে জেলা

হাওড়া থেকেই সূচনা অভিষেকের দূত কর্মসূচি।

হাওড়া, ১৪ অক্টোবর:- ‘দিদির দূত’ কর্মসূচির পর এবার ‘অভিষেকের দূত’। হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহালয়ার দিন শনিবার বিকেলে উদ্বোধন হলো এই বিশেষ কর্মসূচির। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের বিভিন্ন রকম সাহায্যে রাস্তায় নেমে কাজ করবেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। হাওড়া শহরের সদরের প্রতিটি বিধানসভা এলাকায় এলাকায় থাকছে বিশেষ হেল্প লাইন নম্বর। দিবারাত্রি ২৪ ঘন্টার এই হেল্প লাইনে ফোন করলেই মিলবে সাহায্য। আগামী এক মাস উৎসবের মরশুমে মানুষকে সহায়তা দেবেন অভিষেকের দূতেরা। হাওড়া সদরে প্রায় ৫০০ জন যুব কর্মী এই কর্মিসূচিতে অভিষেকের দূত হিসেবে মানুষকে সহায়তা দিতে পথে নামবেন। মানুষের জন্য কাজ করবেন। ‘অভিষেকের দূত’ এই কর্মসূচি হাওড়ার পাশাপাশি গোটা রাজ্যেই পালিত হবে।

হাওড়া থেকেই এই কর্মসূচির সূচনা হলো। শনিবার দুপুরে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদর কার্য্যালয়ে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি। এছাড়াও বিধায়িকা নন্দিতা চৌধুরী, বিধায়ক গৌতম চৌধুরী, সীতানাথ ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন উপস্থিত ছিলেন। ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট এদিন আত্মপ্রকাশ করা হয়। পরে তা দলের যুব কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। সদরের প্রতি বিধানসভা এলাকায় উৎসবের দিনে কোনও সমস্যায় পড়লে তার সমাধানে এদিন মোবাইল নম্বর প্রকাশ করা হয়।