কলকাতা, ৫ অক্টোবর:- বৃহস্পতিবার সকালে ১৩ তলার বারান্দা দিয়ে হঠাৎ ভিতরে ঢুকে পড়ে হনুমানটি। ভিডিয়োতে দেখা যায়, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তা রক্ষীদের ওয়াকি-টকি নিয়ে তার পিছু নিতেও দেখা যায়। ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। তাড়া খেলেও কোনও হাবেভাবে পরিবর্তন হয় না। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক তাকাতে দেখা যায়। ভিড় জমে যায় বারান্দায়। সরকারি কর্মচারীরা ফোনে ছবি ভিডিয়োও তোলেন। তৎক্ষণাৎ খবর যায় বনদফতরে।
জানা গিয়েছে, দূর থেকে ইউনিফর্ম পরিহিত নিরাপত্তারক্ষীদের ধমক ধামকের কোনও পরোয়াই করেনি পবননন্দন। বরং কারও রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে বিভিন্ন দফতরের অফিসে ঘুরে ঘুরে বেড়ায় সে। হনুমানের আতঙ্কে নবান্নের বিভিন্ন ফ্লোরে দরজা বন্ধ করে দেন সরকারি কর্মচারীদের একাংশ। কাউকে আবার দেখা যায় হনুমানকে ডেকে স্নেহ ভরে বিস্কুট জল খাওয়াতে। এক ঘণ্টার পরে হনুমানটি নিজে থেকেই বেরিয়ে গেলে স্বস্তি ফেরে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীদেরসচিবালয়ে হঠাৎ হনুমানের হানা।