কলকাতা, ৪ অক্টোবর:- নতুন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া সাংবাদিকদের ওপর পুলিসের আগ্রাসী ও নির্যাতনমূলক আচরণের অভিযোগের প্রতিবাদে কলাকাতা প্রেস ক্লাব কলকাতায় মিছিল করবে। আগামি কাল ক্লাবের সামনে থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত ওই প্রতিবাদ পদযাত্রার আয়োজন করা হয়েছে।
প্রেস ক্লাবের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লিতে বর্ষীয়ান ও প্রতিষ্ঠিত সাংবাদিকদের দিল্লি পুলিস বিনা নোটিসে হঠাৎ দীর্ঘক্ষণের জন্য আটক রাখে। তাঁদের মোবাইল ফোন এবং ল্যাপটপ এর মত ব্যক্তিগত এবং পেশাগত সরাঞ্জাম নিয়ে নেওয়া হয়। ই সংবাদকর্মীকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হয়েছে। যার প্রতিবাদে এই কর্মসূচি।