এই মুহূর্তে জেলা

দিল্লিতে ধর্না মঞ্চে বাঁধা দেওয়ার জের, হাওড়ায় অবরোধ-বিক্ষোভ তৃণমূলের।

হাওড়া, ৩ অক্টোবর:- দিল্লির ঘটনার প্রতিবাদ, হাওড়ায় একাধিক জায়গায় ধিক্কার, অবরোধ কর্মসূচি তৃণমূলের। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে বাধাদান ও ১০০ দিনের টাকার আটকে রাখার প্রতিবাদে হাওড়ার ডোমজুড় বিধানসভার সলপ বাজারে সলপ এক নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকালে পথ অবরোধ করা হয়।

হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ হয়। এদিন ১০০ দিনের জব কার্ড সহ কোদাল, বেলচা, ময়লা ফেলার গাড়ি নিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ১০০ দিনের কাজের কর্মীরাও এদিনের অবরোধে সামিল হন। এর পাশাপাশি হাওড়ার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ এবং ধিক্কার জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন সকালে হাওড়া ময়দানেও পথ অবরোধ করে তৃণমূল। প্রতিবাদ এবং ধিক্কার জানানো হয় গতকালের দিল্লির ঘটনা নিয়ে।