হাওড়া, ২ অক্টোবর:- খোদ হাওড়া শহরের বুকে ‘সালিশি’ বসিয়ে মহিলার চুল কাটার অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্কের অপবাদ তুলে ওই ঘটনা বলে অভিযোগ। মারধর করা হয় বলেও অভিযোগ। চুল কাটা হয় মহিলার সঙ্গী এক ব্যক্তিরও। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত নিউ মোল্লা পাড়ায় তিন দিন আগের এই ঘটনায় উত্তেজনা। পুলিশি তৎপরতায় প্রাণে বাঁচেন মহিলা। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। যদিও এই ঘটনায় নির্যাতিতা ওই মহিলা সোমবার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ দায়ের না করলেও পুলিশ সুয়োমোটো মামলা করে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।
এই ঘটনায় এখনও পলাতক বেশ কয়েকজন। নির্যাতিতা মহিলা বলেন, আগে থেকে ওরা আমাকে ডেকে বলেছিল বিচারসভা বসাবে। বিচারসভা শুরু হওয়ার পরই মারপিট শুরু হয়ে যায়। আমার মোবাইলে অন্য একজন ছেলের ফোন নম্বর দেখে আমাকে মারধর শুরু করে। তবে আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করিনি। পরে পুলিশ এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। চুলটা কেটে দেওয়া অন্যায় হয়েছে। শুধু আমাকে নয় আমার স্বামী, মেয়েকেও ওরা মেরেছে। এই ঘটনায় আমি আতঙ্কিত। আমাকে মারার সময় কেউ প্রতিবাদ করেনি। ওই এলাকার অনেকেই বিচারসভা বসিয়েছিল।