এই মুহূর্তে জেলা

প্রেম করে বিয়ে,পাঁচ মাসেই চরম পরিনতি চুঁচুড়ার তরুনীর।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু,গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ স্বশুর বাড়ির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শ্বশুড়বাড়ির দাবী আত্মহত্যার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে প্রেম করে নিজেরাই বিয়ে করে চুঁচুড়া মল্লিক কাশেম হাটের অভিজিৎ সাহা (২০) ও কোদালিয়ার প্রিয়া চক্রবর্তী (১৯)। দুই পরিবারই মেনে নেয় সেই বিয়ে। অভিজিৎ স্থানীয় এক মুদিখানা দোকানে কাজ করে। প্রিয়ার বাবা উত্তম চক্রবর্তীর অভিযোগ, তাঁদের মেয়েকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে। তরুনীর বাবা মুকুল চক্রবর্তী জানান, তাঁকে দুপুর বেলা মেয়ের শ্বশুড়বাড়ি থেকে ফোন করে হাসপাতালে আসতে বলা হয়।

তখনও তাদেরকে এ বিষয়ে কিছু জানায়নি। ইমামবাড়া হাসপাতালে এসে দেখেন তাঁর মেয়েকে এমার্জেন্সির সামনে স্ট্রেচারে শোয়ানো রয়েছে। গলায় দড়ির ফাঁসের দাগ। এরপরই তরুনীর বাবার অভিযোগ মেয়েকে মেরে ফেলা হয়েছে। পাল্টা তরুনীর শ্বাশুড়ি জয়া সাহা বলেন, তাঁদের মধ্য কোনও ঝগড়া অশান্তি ছিলনা। মেয়ের মতনই তাঁর বাড়িতে ছিল বৌমা।আজ দুপুরে বৃষ্টি হচ্ছে বলে শ্বশুড়কে বলে খিচুরি বানাতে। কেন এরকম ঘটনা ঘটালো তা বুঝে উঠতে পারছেন না তারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় চুঁচুড়া থানার পুলিশ।অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে তদন্ত শুরু হয়েছে।