এই মুহূর্তে জেলা

পুজোর আগেই কার্নিভাল নিয়ে বৈঠক হুগলি জেলা শাসকের।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- সদরে দুর্গাপুজোর কার্নিভালের রুট পরিদর্শন করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারীকরা। কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল হয় প্রতিবছরই। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফে হেরিটেজ তালিকায় স্বীকৃতির পর গত বছর রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় প্রত্যেক জেলায় এই কার্নিভাল হবে। সেই মত গত বছর চুঁচুড়া কারবালা মোড় থেকে কার্নিভাল শুরু হয়ে শেষ হয় অন্নপূর্ণা ঘাটে। এ বছরও হবে সেই কার্নিভাল। শনিবার তাঁর রুট কি হবে তা পরিদর্শন করেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য্য, অতিরিক্ত জেলা শাসক নকুল মাহাত, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডেপুটি কমিশনার ঈশানি পাল, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারীক শুভময় মৈত্র।

পুর প্রধান অমিত রায় জানান, শহরের রাস্তা পুজোর আগেই সংস্কার করতে হবে। পূর্ত দপ্তরকে জেলা শাসক বলে দিয়েছেন মহালয়ার আগেই শহরের সব রাস্তার কাজ শেষ করতে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকেও ডাকা হয়েছিল কোথায় তার উঁচু করতে হবে কোথায় তার সরাতে হবে তার জন্য। প্রতিমা নিরঞ্জন হয় যে ঘাট গুলোতে সেই ঘাট গুলো ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। কার্নিভাল রুটে কোনো সমস্যা না হয় তা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় কেবলে প্রচার করা হবে কার্নিভাল নিয়ে যাতে মানুষ জানতে পারে।