এই মুহূর্তে জেলা

গামছার মন্ডপে চমক দিতে তৈরী ব্যান্ডেলের মেরি পার্ক।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রাক রজত জয়ন্তী বর্ষে পকুর পারে ষাট ফুটের বড় দুর্গা করে চমক শুরু হয়েছিল। মাঝে করোনায় বড় আকারে পুজো হয়নি। এবারে বড় বাজেটের পুজো করছে ব্যান্ডেল মেরি পার্ক সার্বজনীন। পুজোর থিম অকাল বোধন। পুজোর উপাচারে গামছা লাগে। গ্রাম বাংলার তাঁতিরা সেই গামছা যোগান দেন। তবে বর্তমান সময়ে তাঁত প্রায় অস্তমিত।গামছা দিয়ে মন্ডপ তৈরী করে সেই তাঁত শিল্পীদের সম্মান জানাতে চায় পুজো কমিটি।

পুজোর আর হাতে গোনা দিন বাকি। মেরি পার্ক সার্বজনীনের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। ব্যান্ডেল চুঁচুড়ায় নামী পুজো গুলোর মধ্যে মেরি পার্ক নিজের জায়গা করে নেবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। নদীয়ার বেথুয়া ডহরী থেকে মন্ডল শিল্পীরা মন্ডপ সজ্জা করছেন। চন্দননগরের মৃৎশিল্পী অমর পাল প্রতিমা তৈরী করছেন। পুজোর দিন গুলোতে দর্শনার্থীদের ভীর উপচে পরবে বলে মনে করছেন মেরি পার্ক পুজোর সদস্যরা।