এই মুহূর্তে কলকাতা

ধুপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে অবশেষে কাটলো জটিলতা।

কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে জটিলতা অবশেষে কাটল। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন। তবে রাজ্যপাল অধ্যক্ষকে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথবাক্য পাঠের দায়িত্ব দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে এর কিছু আগেই আজ বিধানসভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ বলেন, বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এর আগে রাজ্যপালের এমন আচরণ দেখা যায়নি। পরিষদীয় মন্ত্রী বলেন, রাজ্যপাল যা করেছেন তা একেবারেই প্রত্যাশিত নয়।