এই মুহূর্তে কলকাতা

বেলুড়ে যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু।


কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যে যোগ ও প্রাকৃতিক চিকিৎসার নিজস্ব কোর্স চালু করা হলো। বেলুড়ের যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল। কাউন্সেলিংয়ের পর ১১ জন নিট উত্তীর্ণ ছাত্রছাত্রী ইতিমধ্যেই যোগশ্রী-কোর্সে ভর্তি হয়েছে।পূর্ব ভারতে এটিই প্রথম সরকারি যোগ মেডিক্যাল কলেজ। কলেজের অধ্যক্ষ তথা রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা দেবাশীষ ঘোষ জানিয়েছেন প্রথম পর্যায়ে মোট ৩৪ জন ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। ১৮ নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।

রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীল জানান, কলেজটি ৩০০ শয্যা বিশিষ্ট। এই মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের যোগের পাশাপাশি প্রাকৃতির উপাদান ব্যবহার করে চিকিৎসা করার শিক্ষা দেওয়া হবে। স্নাতক স্তরে পঠনপাঠন হবে। সূর্যের আলো কিংবা বাতাসের মতো প্রাকৃতিক উপাদান কীভাবে রোগ নিরাময়ের কাজে লাগতে পারে, তা শেখানো হবে পড়ুয়াদের। এটাই পূর্ব ভারতের প্রথম যোগ মেডিক্যাল কলেজ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজের প্রিন্সিপাল, অধ‌্যাপক, সহকারী অধ‌্যাপক, আরএমও, ডেন্টিস্ট, ইএনটি সার্জন, ল‌্যাব টেকনিশিয়ান, জেনারেল ডিউটি অ‌্যাটেড‌্যান্ট সহ মোট ১০১টি পদে নিয়োগ হয়।