এই মুহূর্তে জেলা

কাটোয়া লোকালের যাত্রীদের বিশ্বকর্মা পুজো।

হুগলি, ১৮ সেপ্টেম্বর:- চলন্ত ট্রেনেই হল বিশ্বকর্মা পুজো। ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল যে ট্রেন ভোর পাঁচটা চল্লিশে কাটোয়া ছাড়ে হাওড়ায় ঢোকে আটটা পঁয়তাল্লিশে। সেই ট্রেন সকাল আটটায় ব্যান্ডেল থেকে ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে। কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টার যাত্রা পথে নানা ঘটনার সাক্ষী নিত্য যাত্রীরা। প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সবাই। আবার দেখা হয় পরদিন একই সময়। বয়সের বাধা নেই একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনেই। সেই ট্রেনের চার নম্বর কামরার নিত্য যাত্রী যারা তারা মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরই পুজো করেন গত ত্রিশ বছর ধরে।

করোনার জন্য ট্রেন বন্ধ থাকায় হয়নি সেই পুজো। গত দুবছর পর এবছর আবার হল। রীতিমতো ঢাকঢোল কাঁসর বাজিয়ে পুরোহিততের মন্ত্রোচ্চারণে হল যন্ত্রের দেবতার পুজো। আর পুজো শেষে প্রসাদ মিষ্টির প্যাকেট ছিল সব যাত্রীদের জন্য। নবদ্বীপের নিত্য যাত্রী সৈকত পাল বলেন, একই কামরায় গত ত্রিশ বছর ধরে বিশ্বকর্মা পুজো করছি আমরা। গত দুবছর হয়নি। এবার করেছি। আগামী দিনে আরো ভালো করে করব। এই পুজোর জন্য কারো অসুবিধা হয়না। সব যাত্রীরা খুব আনন্দ করে। এবারও তো ঢাকঢোল নিয়ে পুজো হল। সবাইকে মিষ্টি বিলি করা হয়। একই ট্রেনের পাঁচ নম্বর কামরাতে পটে হয় বিশ্বকর্মা পুজো।