এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণেই, জানালো রাজ্য।

কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নবান্ন থেকে আজ ডেঙ্গু নিয়ে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক ও স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পরে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে এখন প্রায় দেড় হাজার মানুষ ভর্তি আছেন। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কা জনক। যা অন্যান্য বারের মতনই। সরকার পরিস্থিতি মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত আছে। হাসপাতাল গুলিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত ও প্লেটলেট মজুত রয়েছে বলে তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্র সচিব জানান ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনা,নদিয়া হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের মতো কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় ওই সব জেলার জেলাশাসকদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় সীমান্ত ঘেঁষা জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। ওইসব জেলায় জেলা শাসকের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়েছে যারা বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। গতবারের থেকে এবছর ডেঙ্গু পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। ১৬০টি সরকারি হাসপাতাল এবং ৯৮ টি পুরসভায় ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। এখনো ৯ লক্ষ মানুষের রক্ত পরীক্ষা করা হয়েছে। যা গতবারের তিনগুণ বেশি। দিনরাত ২৪ ঘণ্টাই রক্ত পরীক্ষা করা হচ্ছে। এর ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে অনেকটাই সুবিধা হচ্ছে। তবে প্রশাসনিক তৎপরতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষকেও সচেতন ভাবে এগিয়ে আসার জন্য স্বরাষ্ট্র সচিব আহ্বান জানিয়েছেন। মশার বংশবিস্তার রুখতে আবর্জনা ও জল জমা আটকাতে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণভাবে বয়কট করতে তিনি আবেদন জানিয়েছেন। একইসঙ্গে জ্বর আসার দুদিনের মধ্যে রক্ত পরীক্ষা করতেও সাধারণ মানুষকে আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।