কলকাতা, ১০ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আরও ২৪টি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে রাজ্যের সাতটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যের ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। এছাড়া আরও ৪৫টি সরকারি হাসপাতালে পিপিপি মডেলে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। নতুন হাসপাতাল গুলি যুক্ত হলে রাজ্যের ডায়ালিসিস কর্মসূচিতে যুক্ত হাসপাতালের সংখ্যা বেড়ে হবে ৭৬। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, সল্টলেক মহকুমা হাসপাতালের আউটডোর ভবনের তিনতলায় পাঁচ শয্যাবিশিষ্ট ডায়ালিসিস ইউনিট গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে তা বাড়িয়ে ১০ বেডের করার পরিকল্পনাও রয়েছে। চলতি বছরেই পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দফতর।বিধাননগর ছাড়া আরও ২৩টি জায়গায় চালু হবে নিখরচায় ডায়ালিসিস পরিষেবা।
প্রস্তাবিত নতুন ২৪টি হাসপাতালের বেশিরভাগই মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল। মূলত আরও বেশি মানুষকে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। যে হাসপাতালগুলির এই পয়েশেবা শুরু হচ্ছে সেগুলি হল, কালনা, ফালাকাটা, টিএল জয়সওয়াল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, নন্দীগ্রাম, ঘাটাল, খড়্গপুর, দিনহাটা,চাঁচল, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গিপুর, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, তেহট্ট, কান্দি, নয়াগ্রাম, বড়জোড়া ও কাকদ্বীপ। বেসরকারি জায়গায় ডায়ালিসিস বেশ খরচসাপেক্ষ। কিছু কিছু সেন্টার ৬০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে হেমোডায়ালিসিসও করে। কিন্তু সরকারি জায়গায় এই পরিষেবা মিলবে একেবারেই বিনামূল্য।