এই মুহূর্তে জেলা

হাসপাতালে পাশের পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ উত্তরপাড়ায়।

হুগলি, ৫ সেপ্টেম্বর:- উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পাশের একটি পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ। আজ সকালে পুকুরে ওই দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। হাসপাতাল সূত্রে খবর সোমবার থেকে দুজন রোগী নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই সেবিষয়ে উত্তরপাড়া থানায় হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে বলে খবর। সেই দুজনের মধ্যে ইনি আছেন কিনা সেই বিষয়ে অবশ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ক্যামেরার সামনে মুখ খোলেনি। স্থানীয়রা জানান গতকাল বিকাল থেকে একটি লোক পুকুর পাড়ে বসে ছিলেন।

তাঁর হাতে স্যালাইনের বোতল ছিল। আজ সকালে পুকুরধার থেকে স্যালাইনের বোতল ও চটি পাওয়া যায়। পরে ওই বৃদ্ধের দেহ ভেসে ওঠে। যদিও এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এর গাফিলতির অভিযোগ এনেছেন প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ। তিনি বলেন একটি মানুষের জীবনের কোনও মূল্য হয় না। এখন হয়তো সরকার ক্ষতিপূরণ দিয়েবিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ মানেননি স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুমিত চক্রবর্তী।