হুগলি , ২ সেপ্টেম্বর:- হাওয়ায় ঘুরছে অদৃশ্য ছুড়ি, অবাক লাগলেও সত্য কারোর যাচ্ছে প্রান, কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।সমাজ এবং প্রশাসন নির্বিকার। এরকমই বড়সড় দুর্ঘটনায় পড়ে জামা কাপড় রক্তে ভাসিয়ে কোন রকমে নিজেকে সামলে জনগনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসাধনী হয়ে প্রান বাঁচিয়ে বাড়িতে ফিরলো নবগ্রামের ছেলে স্বাগত মজুমদার ।ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর ওভার ব্রিজে, চিনা মাঞা ঘুড়ির সুতোর কারণে। ঘড়ির সুতোয় চীনা মাঞ্জার মরণ ফাঁদে পড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে শহরে। এবার চীনা মাঞ্জায় নাক কাটা গেলো কোন্নগর নবগ্রামের বাসিন্দা স্বাগত মজুমদারের। শ্রীরামপুর স্টেশনের উপড়ের ব্রিজ থেকে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শুধু নাক নয় এমনকি তার চোখেও আঘাত লেগেছে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পরে দুটি সেলাই পড়েছে নাকে।
স্বাগত মজুমদারের দাবি এই চিনা মাঞ্জা সুতোয় ঘুড়ি ওড়ানোর জন্য আমার সাথে এই ঘটনা ঘটেছে। এর আগে বহুবার মা ফ্লাইওভারে এই ঘটনা ঘটেছে, আজ আমার সাথেই তা হল। তার আরও অনুরোধ প্রশাসনকে বলবো এই সুতো ব্যবহার না করা হয় সেটা দেখার জন্য। কেউ এই সুতো বিক্রি করবেন না আর এই সুতো দিয়ে কেউ ঘুড়ি ওড়াবেন না বলে অনুরোধ আহত স্বাগত মজুমদারের। প্রসঙ্গত,নিষিদ্ধ চিনা মাঞ্জা বিক্রি বন্ধে শহরের একাধিক ঘুড়ির বাজারে নজরদারির কথা আগেই বলেছিল প্রশাসন। তা সত্ত্বেও চিন্তা বাড়াচ্ছে বাজারগুলি। আগেই শহরের একাধিক রাস্তায়, বিশেষত উড়ালপুলগুলিতে বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। উড়ালপুলে তারের জাল লাগিয়েও চিনা মাঞ্জার দৌরাত্ম্য পুরোপুরি কমানো যায়নি। নজরদারির ফাঁক গলে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে বিভিন্ন মহল।