এই মুহূর্তে জেলা

বিজেপির ঢঙ্গেই মানুষের কাছে পৌঁছাতে হর-ঘর নেতাজি কর্মসূচী ফরওয়ার্ড ব্লকের।

হুগলি, ১ সেপ্টেম্বর:- মতাদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করতে পারবে, বিভাজনের রাজনীতি পছন্দ করতেন না নেতাজী, নতুন ভারত কেমন হবে সে কথাও বলতেন। নেতাজীর সেই বার্তা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক বলে মনে করে ফরোয়ার্ড ব্লক। তাই কিছুটা বিজেপির ঢঙে মানুষের কাছে পৌঁছে দিতে হর ঘর নেতাজী কর্মসূচী নিয়েছে সারা ভারত ফরোয়ার্ড ব্লক। আজ ১লা সেপ্টেম্বর থেকে শুরু এই কর্মসূচী চলবে ২০২৪ সালের ২৬ জানুয়ারী পর্যন্ত। প্রতিটি বাড়িতে নেতাজীর ছবি, তার জীবন দর্শন, মতাদর্শ একটি ফোল্ডারে পৌঁছে দেওয়া হবে।

হুগলি জেলাতেও এই কর্মসূচী শুরু হয়েছে। ফরওয়ার্ড ব্লক চুঁচুড়া লোকাল এর উদ্যোগে কর্মসূচির সূচনা করেন ফরওয়ার্ড ব্লকের ধনিয়াখালির প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন ডেপুটি স্পিকার বর্ষিয়ান ফরওয়ার্ড ব্লক নেতা কৃপাসিন্ধু সাহা। চুঁচুড়া শহরের ঘরে ঘরে গিয়ে নেতাজির সুভাষ চন্দ্র বসু বার্তা লেখা লিফলেট আর ছবি পৌঁছে দেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক হুগলি জেলা কমিটির চেয়ারম্যান সুনীল সাহা সহ ফরওয়ার্ড ব্লক কর্মীরা। সুনীল সাহা জানান, নেতাজীর কথা তার ভারত ভাবনা ফোল্ডারের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিলি করা হবে সঙ্গে নেতাজীর একটি করে ছবি দেওয়া হবে।একই সঙ্গে চলবে অর্থ সংগ্রহ।