এই মুহূর্তে জেলা

বালিতে এটিএম প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা ধৃত।

হাওড়া, ৩১ আগস্ট:- গত ২৫ আগস্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালি শাখার ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে কিছু দুষ্কৃতকারী এটিএমের নগদ তোলার অংশে কোনও এক বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করে সাধারণ গ্রাহকদের টাকা প্রতারণা করছে। অভিযোগ, গ্রাহকের অজান্তে অর্থ ডিভাইসের পিছনে আটকে যেত এবং পরে সেই টাকা এরা হাতিয়ে নিত। তদন্ত চলাকালীন বৃহস্পতিবার হাওড়ার বালি থানার পুলিশ বালির বিভিন্ন অঞ্চলে এটিএমগুলোর উপর নজর রেখেছিল।

এই প্রতারণা কেসের তদন্তে নেমে বালি থানার পুলিশ এদিন তিলজলা থানার বাসিন্দা মহ: সাহিল (৩৪) নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে। ওই ধৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি এটিএম ব্যবহারকারীকে প্রতারণা করার জন্য একই ডিভাইস ইনস্টল করেছিলেন। বালি থানার পুলিশ অন্যান্যদের গ্রেফতার, টাকা ও অন্যান্য ডিভাইস উদ্ধারে অভিযান চালাচ্।