হুগলি, ২৯ আগস্ট:- রণক্ষেত্রের চেহারা নিলো খানাকুল এর অরন্ডা গ্রাম পঞ্চায়েত। বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণে ভাঙলো পুলিশের গাড়ি। আক্রান্ত হলো পুলিশ। আগুন লাগানো হলো পঞ্চায়েত অফিসে। গত ১০ই আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকেই অশান্তি চলছিল এই এলাকায়। তিনজন তৃণমূল জয়ী সদস্যকে বিজেপি দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে বিজেপি। এরপর একদিন পরে বিজেপি দলে যোগদানকারী তৃণমূল প্রার্থীরা তৃণমূল দলে ফিরে আসে। এরপর থেকেই এলাকার দখল রাখার চেষ্টায় অশান্তির সৃষ্টি করছিলো বিজেপি এমন অভিযোগ ওঠে।
এরপর আজ পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই পঞ্চায়েতের সামনে ভিড় জমাতে থাকে বিজেপি দলের কর্মী সমর্থকরা। পুলিশ প্রথমে তাদের সরাতে গেলে পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পরে বিজেপি কর্মীরা। এরপর পুলিশ লাঠি চার্জ করলেই পারিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিসকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি।এতে আহত হয় কয়েকজন পুলিশকর্মী। আগুন লাগিয়ে দেওয়া হয় কয়েকটি বাইকে ও পঞ্চায়েত অফিসে। এলাকায় ব্যাপক তান্ডপ চালায় বিজেপি কর্মী সমর্থকরা এমন অভিযোগ ওঠে। এরপর ঘটনাস্থলে আসে দমকল তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।