কলকাতা, ১৯ আগস্ট:- সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার একটি ব্যবস্থা চালু হয়েছিল। এ বার রাজ্যজুড়ে সব সরকারি হাসপাতালে ওই ব্যবস্থা চালু হচ্ছে বলে আদেশ নামায় জানানো হয়েছে। প্রতিটি সরকারি হাসপাতালে শুধুমাত্র কিউআর কোডযুক্ত টিকিটের জন্য একটি আলাদা টিকিট কাউন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশপাশি হাসপাতালের বিভিন্ন জায়গায় কিউআর কোড যুক্ত স্টিকার লাগানো থাকবে। সেটি স্মার্টফোনে স্ক্যান করলেই স্বাস্থ্য দপ্তরের পোর্টালের ই-প্রেসক্রিপশন সেকশনে ঢোকা যাবে। সেখানে রোগীর নাম-ধাম ও অন্য তথ্য ভরে আপলোড করতে হবে। তার পর সেটির প্রিন্ট-আউট নিতে হবে ওই পৃথক টিকিট কাউন্টার থেকে। সেখানেও ওই টিকিটে প্রতিটি রোগীর জন্যে আলাদা কিউআর কোড ছাপা হয়ে যাবে যা স্ক্যান করলে স্বাস্থ্য দপ্তরও ওই রোগীর বিস্তারিত তথ্য পেয়ে যাবে। সরকারি হাসপাতালের আউটডোরে টিকিট কাটার জন্য ভিড় উপচে পড়ে ব্যস্ত সময়ে। প্রচুর সময় লাগে রোগীদের টিকিট কাটতে। ভিড় কমিয়ে এই প্রক্রিয়ায় গতি আনতে এই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবন থেকে।