এই মুহূর্তে জেলা

চিকিৎসার জন্য স্বল্প খরচে ভেলোরে মানুষের থাকার ব্যবস্থা করল কোন্নগর পুরসভা।

হুগলি, ১৮ আগস্ট:- মানুষের চিকিৎসা ব্যাবস্থায় আরো সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিলো কোন্নগর পুরসভা। বহু মানুষ চিকিৎসা করাতে ভেলোর পাড়ি দেন। কিন্তু সেখানে থেকে চিকিৎসা করানো অনেক ব্যায়বহুল হয়ে পড়ে। আর সেই খরচের জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। আর মানুষের সেই সমস্যার সমাধান করতে উদ্যোগ নিলো কোন্নগর পুরসভা। এবার যাতে মানুষ সল্প খরচে ভেলোরে থেকে চিকিৎসা করাতে পারে তার ব্যবস্থা করলো পুরসভা। ভেলোর চিকিৎসা করাতে গিয়ে একদম সল্প খরচে মানুষের থাকার ব্যবস্থা করলো কোন্নগর পুরসভা। এই বিষয়ে পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন বাংলার বহু মানুষ ভালোর যায় চিকিৎসার জন্য কিন্তু সেখানে কম খরচে থাকার ব্যবস্থা না থাকায় মানুষকে সমস্যায় পড়তে হতো।

একে চিকিৎসার খরচ আর সাথে থাকার খরচ এই দুই মিলিয়ে মানুষের অনেক খরচ বেড়ে যেত। তাই পুরসভা ভালোরে মানুষের থাকার ব্যবস্থা করেছে নিজেদের উদ্যোগে। বাংলার যেকোনো মানুষ পুরসভার সাথে যোগাযোগ করে পুরসভার ঘর খুব কম খরচে নিতে পারবে। আর এতে মানুষের থাকার খরচ অনেক কমে যাবে। মানুষের সুবিধা হবে অনেক। পুরপ্রধান আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সব সময় কাজ করে চলেছে সেখানে এটা পুরসভার একটা ছোট প্রয়াস।মানুষের এতে অনেক সুবিধা হবে চিকিৎসা করাতে গিয়ে। এছাড়া পুরপ্রধান স্বপন দাস বলেন ডেঙ্গু রুখতে পুরসভা সর্বদা তৎপর।আর পুরসভা পরিচালিত হাসপাতালে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডেঙ্গু হয়েছে কিনা সেটা পরীক্ষা করার ব্যাবস্থা করা হয়েছে।