এই মুহূর্তে জেলা

গোল্ড লোন পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ, অভিযুক্তকে দিঘা থেকে গ্রেফতার ভদ্রেশ্বর থানার।

প্রদীপ বসু, ৪ আগস্ট:- অনেক মানুষকে প্রতারিত করে পালিয়ে যাওয়া অভিযুক্তকে দিঘা থেকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানায় নিয়ে এল পুলিশ। অভিযুক্ত অমিত চৌধুরীর বাড়ি ভদ্রেশ্বরের গেট বাজার এলাকায়। বেশ কিছুদিন ধরে ভদ্রেশ্বর ও আশেপাশের এলাকার মানুষের বিশেষ করে মহিলাদের গোল্ড লোন পাইয়ে দেওয়ার নামে তাদের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

টাকার পরিমান প্রায় ২০ লাখ। চন্দননগর ও ভদ্রেশ্বর থানার পুলিশ মোবাইলের সূত্র ধরে দিঘা থেকে অমিত চৌধুরীকে গ্রেফতার করে চন্দননগর আদালত থেকে শনিবার রিমান্ডে এনে আজ শুক্রবার তাকে পুনরায় আদালতে নিয়ে গেলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।