এই মুহূর্তে জেলা

মিড ডে মিলে কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে বামেদের বিক্ষোভ চুঁচুড়ায়।

হুগলি, ২ আগস্ট:- হুগলি গার্লস স্কুলে মিড ডে মিলের কর্মীদের ছাঁটাই এর প্রতিবাদে বাম শ্রমিক সংগঠনের এর পক্ষ থেকে স্কুলের গেটে আজকে বিক্ষোভ দেখানো হয়। হাতে পোস্টার নিয়ে সিটুর মহিলা কর্মীরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ একদিন স্কুলে না আসায় মিড ডে মিলের কর্মিদের ছাঁটাই করা অমানবিক এবং বেআইনি। ডিএ র দাবিতে ধর্মঘট ডেকেছিল সরকারি কর্মচারীরা সেই ধর্মঘটের দিন স্কুলে অনুপস্থিত ছিলেন মিড ডে মিলের কর্মীরা। যারা বেশিরভাগ প্রান্তিক এবং গরিব মানুষ। তাদের ডিএ বাড়া কমার সাথে কোন সম্পর্ক নেই। দের হাজার টাকা ভাতা পান তারা। সেদিন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কেউ আসেনি আর ব্যবস্থা নেওয়া হলো মিড ডে মিলের কর্মীদের বিরুদ্ধে।

সি আই টি ইউ হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, এই ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গে একটা দ্বন্দ্ব আছে। যে কাউন্সিলর আগে স্কুল পরিচালন কমিটির সভাপতি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের গন্ডগোলের জেরে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে উলুখাগড়ার প্রাণ যাচ্ছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, সরকারি কর্মচারীদের ধর্মঘটের সঙ্গে কোন সম্পর্ক ছিল না মিড ডে মিলের কর্মীদের তাও তারা স্কুলে আসেনি। এরপর তাদের শোকজ করা হয়েছিল কিন্তু তার জবাব সন্তোষজনক ছিল না। স্কুলে একটা ম্যানেজিং কমিটি আছে সেই কমিটিতে আমিও আছি। এতদিনে সেমিলের কর্মীদের দেখা গেল না যে তারা অনুতপ্ত বা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। তাই তাদের কাজ থেকে বসিয়ে দেওয়ায় কোন ভুল নেই।