হাওড়া, ২৭ জুলাই:- পুরনিগমের প্রতিনিধিরা গতকালই ঘুরে দেখেন হাওড়ার পোড়া মঙ্গলাহাট। এর একদিনের মধ্যেই আজ থেকে হাটের পোড়া অংশে সাফাইয়ের কাজ শুরু করলো হাওড়া পৌরনিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন হওয়ার পর থেকে পুরো জায়গাটাই গতকাল পর্যন্ত পুলিশের তরফে সিল করা ছিল। হাটের অবশেষে পোড়া অংশে সাফাইয়ের কাজ আজ থেকে শুরু হয়েছে। সিআইডি ও ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তের স্বার্থে ওই এলাকা থেকে নমুনা সংগ্রহের প্রয়োজনে এলাকাটি এতদিন সাফাই করা যায়নি।
তবে কি অবস্থায় বর্তমানে পুরো জায়গাটি রয়েছে তা খতিয়ে দেখতে গতকাল পোড়া মঙ্গলাহাট পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের প্রতিনিধিরা। আজ থেকেই সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, তদন্ত কমিটির পক্ষ থেকে ওই এলাকাটি সাফাই করার ব্যাপারে আমাদের সবুজ সংকেত আসার পর কাজ শুরু হলো। গতকাল আমাদের আধিকারিকরা এলাকাটি কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে গিয়েছিলেন। আজ থেকে আমরা সাফাই কাজ শুরু করলাম। যতটা সম্ভব সাফাই কর্মীদের কাজে নামানো হয়েছে। আশা করা যায় ২-৩ দিনের মধ্যে সেই কাজ প্রায় শেষ করা যাবে। পৌরনিগমের তরফ থেকে সবরকম সহায়তা করা হবে।