এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরের ঘটনায় ধৃতদের তোলা হল আদালতে।

হাওড়া, ২৬ জুলাই:- জগৎবল্লভপুরের ঘটনায় ধৃতদের আজ তোলা হবে আদালতে। হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় গতকালের অশান্তির ঘটনায় ইতিমধ্যেই প্রোমোটার দিলীপ চোংদার সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জগতবল্লভপুর থানা অস্ত্র আইনে সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বলে জানা গেছে।

আজই ধৃতদের হাওড়া কোর্টে তোলা হচ্ছে। তবে অভিযুক্ত প্রমোটার দিলীপ চোংদারের দাবি গুলি চালানোর ঘটনায় তিনি এবং তার লোকেরা কেউ যুক্ত নয়। বরং গ্রামের লোকজন গুলি চালিয়ে তাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ছিল গোটা গ্রামের মানুষ। সুতরাং আমরা কিভাবে গুলি চালাতে পারি। গ্রামের লোকেরাই গুলি চালিয়েছে। তাতেই কেউ গুলিবিদ্ধ হয়েছে। তবে আমরা এই ঘটনায় যুক্ত নয় আমাদের ফাঁসানো হয়েছে।