এই মুহূর্তে কলকাতা

শিক্ষক ও পুরসভার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া সহজতর করতে উদ্যোগি রাজ্য।


কলকাতা, ১৭ জুলাই:- রাজ্যের শিক্ষক- শিক্ষাকর্মী এবং পুরসভার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড রাজ্য সরকারের আইএফএমএস পোর্টালের আওতায় আনা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের পিএফ পরিচালনার অনলাইন ব্যবস্থা চালু করতে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। এখন শুধু সরকারের বিভিন্ন দফতরের কর্মীদের পিএফ এই পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। নতুন ব্যবস্থায় পিএফের টাকা দ্রুত যেমন মিলবে, তেমনি পরিচালন ব্যবস্থায়ও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।

এখন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা পিএফের টাকা জমা ও সুদের বার্ষিক হিসেব অনেক সময় ঠিকঠাক পান না বলে অভিযোগ। বিষয়টি আইএফএমএস ব্যবস্থার মধ্যে এলে অর্থবর্ষের শেষে অনলাইনে পোর্টাল থেকে পুরো হিসেব তাঁরা হাতের মুঠোয় পেয়ে যাবেন। এই কর্মীদের পিএফ পরিচালন ব্যবস্থা ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্সিওরেন্স করে থাকে। সরকারি গ্রুপ ডি কর্মীদের পিএফ দেখভাল করে এই ডিরেক্টরেট। সরকারি দপ্তরে গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মীদের পিএফ দেখভাল করে সিএজি। সরকারি দপ্তরের ডি শ্রেণির কর্মীদের পিএফ এখন আইএফএমএস-এ আওতায় রয়েছে। এই ব্যবস্থা এবার এবার শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও কার্যকর হবে।