কলকাতা, ১৫ জুলাই:- আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি রাখার জন্য স্বাস্থ্য ভবন হাসপাতাল গুলিকে নির্দেশ দিয়েছে। প্রতি বছর ঐদিন দূর দূরান্তের জেলা থেকে বহু মানুষ সড়ক ও রেলপথে কলকাতায় আসেন।সে কারণে কোন দুর্ঘটনা ঘটলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত চিকিৎসায় ব্যবস্থা করা যায় সে কারণেই এই নির্দেশ বলে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে। রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে লেখা এক চিঠিতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের প্রস্তুতি নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছেন।
জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং সমস্ত প্রধান সড়কের আশেপাশে অবস্থিত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে বিশেষভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কর্মসূচির দুদিন আগে থেকেই ওইসব হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে বিশেষ দল মোতায়েন করার নির্দেশ দেয়া হয়েছে। ব্লাড ব্যাংক গুলিতে পর্যাপ্ত রক্তের যোগান নিশ্চিত করতে বলা হয়েছে। এদিকে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে স্বাস্থ্য দফতরের এই তৎপরতায় বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন চিকিৎসক সংগঠন সমালোচনা করেছে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন এই নির্দেশিকা প্রত্যাহার না করা হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।