কলকাতা, ১৩ জুলাই:- হাইকোর্টের নির্দেশ মত ভোট পরবর্তী সময়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করতে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকেl নির্বাচনী আচরণ বিধি তুলে নেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে গতকাল সন্ধের পর থেকেই আইনশৃঙ্খলা ফের রাজ্যের অধীনে চলে এসেছে।
তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে রাজ্যের সঙ্গে সমন্বয় সাধন করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। মূলত হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা দমনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই এই বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।স্পর্শকাতর অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনী যাতে বিশেষভাবে নজর দেয়, তা নিয়ে এই দিনের বৈঠকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী যাতে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করে তার উপরেও বৈঠকে জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি বুথে ভোট বাতিল করে ফের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই বুথগুলিতে বাহিনী মোতায়েন নিয়েও এদিনের বৈঠকেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।