কলকাতা, ১২ জুলাই:- পঞ্চায়েত ভোটের গণনা পর্ব শেষ হওয়ার পরেও আপাতত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাজ্যে মোতায়েন রাখা হবে বলে কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটরের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশের কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে ওই চিঠিতে জানানো হয়েছে। উল্লেখ্য পঞ্চায়েত ভোট পর্বে রাজ্যে একাধিক দফায় ৬০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।