হাওড়া, ৯ জুলাই:- ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার। হাওড়াতেও কড়া নিরাপত্তা প্রত্যেক স্ট্রংরুমে। এবার হাওড়া সদরের ৪টি ব্লকের মধ্যে বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েত সহ একটি পঞ্চায়েত সমিতির ভোটগণনা হবে বালির দুর্গাপুর পল্লীমঙ্গল হাইস্কুলে। ইতিমধ্যেই স্কুলের যে অংশে স্ট্রংরুম করা হয়েছে তা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
মূলত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্ট্রংরুমের বাইরে নিরাপত্তায় রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে এবং স্কুল গেটের সামনে রয়েছে বন্দুকধারী রাজ্য পুলিশ। সিসিটিভি লাগানো হয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য। মঙ্গলবার বালির সমবায় পল্লী মাঠে এই ব্লকের কয়েক’শ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।