এই মুহূর্তে জেলা

জলের সমস্যা না মিটলে ভোট বয়কট, হুমকি গ্রামবাসীদের।

হাওড়া, ৩০ জুন:- জলের সমস্যা না মিটলে পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের শিবতলায় শতাধিক মানুষের বসবাস। এই পাড়ায় বসবাসকারী গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই জলের সমস‍্যায় ভুগছেন বলে অভিযোগ। পঞ্চায়েত থেকে বার বার আশ্বাস দিলেও এই এলাকায় জলের সমস‍্যা এখনো মেটেনি।

ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাসীরা ভোট বয়কট করার হুমকি দিয়েছেন। গ্রামে একটিই মাত্র কল। আর যে কল রয়েছে তা অনেকটাই দূরে। এবছর গ্রীষ্মের প্রচণ্ড দাবদহে গ্রামবাসীরা জলকষ্টে চরম সমস‍্যার মধ‍্যে পড়েছিলেন। তাদের অভিযোগ, কল খারাপ হয়ে গেলে দূর থেকে পানীয় জল আনতে হয়। গ্রামবাসীরা জানান, যতদিন এখানে জলের সমস‍্যা না মিটবে আমরা ভোট দেবনা।