হুগলি, ২৩ জুন:- গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বৃদ্ধের জীবন বাঁচল পুলিশের তৎপরতায়।বৃ্দ্ধকে ভর্তি করা হল ইমামবাড়া জেলা হাসপাতালে। চুঁচুড়ার বড় বাজার এলাকার প্রসাদ দাস সেন ঘাট যা স্থানীয় ভাবে হারু মন্ডলের ঘাট নামে পরিচিত। সেই ঘাটে এদিন দুপুরে স্নান করতে নামেন বছর সত্তরের হারাধন দাস। হারাধন বাবু দাদপুর থানার গোস্বামী মালিপাড়ার বাসিন্দা। চুঁচুড়া থানার পুলিশের টহলদারী একটি দল সেসময় ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল। বৃদ্ধ মাথা ঘুরে জলে পরে তলিয়ে যাচ্ছেন দেখে ঘাটে থাকা কয়েকজন চিৎকার করতে থাকে। চুঁচুড়া থানার সাব ইন্সপেক্টর সুমন্ত নন্দী গঙ্গায় ঝাঁপিয়ে বৃদ্ধকে তুলে আনেন। সে সময় জোয়ার থাকায় বৃদ্ধকে জল থেকে তুলতে দেরী হলে গভীরে তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
বৃদ্ধ নাকে মুখে জল ঢুকে অসুস্থ হয়ে পরেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসক দেখে জানান জলে ডুবে যাওয়ায় পেটে জল চলে গিয়েছিল বেশ খানিকটা। দ্রুত হাসপাতালে নিয়ে আসায় বৃদ্ধ বিপদ মুক্ত হয়েছেন। বৃদ্ধের থেকে জেনে পুলিশই খবর দেয় তার পরিবারকে। জানা গেছে মাঝে মধ্যে একাই গঙ্গা স্নান করতে বাড়ি থেকে ২৫ কিমি দূরে বাসে করে চুঁচুড়ায় আসেন হারাধন দাস। আজ পুলিশের জন্য নতুন জীবন পেলেন।তাই হাসপাতালের বেডে শুয়ে সুমন্ত নন্দী ও তার টিমকে ধন্যবাদ দেন বৃদ্ধ। চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তী জানান, মানুষের জীবন বাঁচানোর থেকে ভালো কাজ আর কি হতে পারে। থানার পুলিশ কর্মিরা সেই ভালো কাজটাই করেছে।