এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শাশুড়ি-বউমার লড়াই পান্ডুয়ায়।

হুগলি, ২৩ জুন:- পান্ডুয়ার পোঁটবা গ্রামে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শাশুড়ি বৌমার লড়াই। দুজনেরই দাবি আমি জিতব। আগামী আটই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শেষ হতেই এলাকায় শুরু হয়ে গেছে ভোটের প্রচার। পান্ডুয়ার শিমলাগর ভিটাশিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবা গ্রামের একশ দশ নম্বর বুথে বিজেপি প্রার্থী সোনালী মান্ডি, প্রতিদ্বন্দ্বিতা করছেন তার কাকি শাশুড়ি সিপিএম প্রার্থী লক্ষ্মী রানী মান্ডি সঙ্গে। ঘরে ঘরের এই রাজনৈতিক লড়াইয়ে কি হবে জয়ী? এই নিয়ে বেড়ে চলেছে উত্তেজনা। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পোঁটবার ১১০ নম্বর বুথে আলাদা আলাদা ভাবে প্রচার করতে দেখা গেল দুই প্রার্থীকেই।

বিজেপি প্রার্থি সোনালী মান্ডি ভোট প্রচারে বেরিয়ে কাকলিমা শাশুড়ি সিপিআইএম প্রার্থী লক্ষী রানী মান্ডির পায়ে হাত দিয়ে প্রণাম করে। আশীর্বাদ দেন লক্ষীদেবি। সোনালী বলেন রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারিবারিকভাবে আমাদের সম্পর্ক ভালো। আমি ওনার কাছে আশীর্বাদ চেয়েছি উনি আশীর্বাদ করেছেন জয়ী হবে। এদিন প্রচারে বেরিয়ে কাকী শাশুড়ি লক্ষ্মী রানী মান্ডি বলেন বৌমা বৌমার মতন লড়বে আমি আমার মতন লড়বো ওকে বলেছি তুমিও ভালো থাকো। আমিও ভালো থাকি। তুমিও জয়ী হও আমিও জয়ী হব। তবে নিজে জয়ী হলেই বেশি খুশি হবেন এমনটাই জানালেন লক্ষী দেবি।