এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের অনুমোদন নিয়েই নির্বাচন কমিশনারকে নিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ জুন:- রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ওপরেই আস্থা রাখছে রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট রাজ্যপাল ফেরত পাঠিয়েছেন এই খবর প্রকাশ হওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিন সেই জল্পনা নস্যাৎ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন এমন তথ্য তাঁদের কাছে নেই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান,রাজ্যপালের অনুমোদন নিয়েই নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছিল। এখন তাঁর অপসারণ সহজ নয়। বৃহস্পতিবার বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের বৈঠকে যোগ দিতে পাটনা রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

সেখানে রাজ্য নির্বাচন কমিশন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের কাছে এরকম কোনও তথ্য নেই। এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। উনিই কমিশনারের নামে অনুমোদন দেন।’কমিশনারকে সরাতে গেলে ইমপিচমেন্টের পথে যেতে হবে। এত সহজ নয়। উনি ওঁর মতো কাজ করুক, আমরা শান্তিপূর্ণভাবে ভোটে লড়াই করি।’ পঞ্চায়েত ভোটে মনোননয়ন পর্বে অশান্তি প্রসঙ্গে বিরোধীদের যাবতীয় অভিয়োগ খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী পল্টা দাবি করেছেন, ‘এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি। মাত্র ৪ টি বুথে অশান্তি হয়েছে।’ মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক ভাবে তৃণমূলের মোকাবিলা করতে না পেরে বিজেপি বিভিন্ন এজেন্সি দিয়ে যা খুশি করছে। তিনি বলেন যত পারে কেন্দ্রীয় বাহিনী দিক। যত আমাদের ঘাঁটাবে, যত অসম্মান করবে, মানুষ এর জবাব দেবে। আমরা লড়ে নেব, জিতে নেব।’