কলকাতা , ২০ জুন:- পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে পর তৎপরতার সঙ্গে বাহিনী আনার তোড়জোড় শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে বুধবারই বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে প্রতি জেলার জন্য এক-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে। অর্থাৎ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২২ জেলার জন্য সম সংখ্যক কোম্পানি আধাসেনা মোতায়েন করার পরিকল্পনা করেছে কমিশন। এছাড়াও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল এলাকার জন্য আরও বেশ কিছু কোম্পানি চাইতে পারে নির্বাচন কমিশন। পাশাপাশি স্ট্রং রুমের জন্যও কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা করছে রাজ্য নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলেও জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। সেই মোতাবেক ২৪ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানো হবে।এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্র। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলি। যদিও রাজ্য নির্বাচন কমিশন প্রথম থেকেই রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষে ছিল। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সবকিছু পর্যালোচনা করে পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেয়।
কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ভোটের জন্য হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের বিচারপতি নাগরত্ন বলেন, ‘আপনারা পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন। আর হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে। খরচ তো কেন্দ্র দেবে। আপনাদের অসুবিধা কোথায়? তা ছাড়া ভোটে আইনশৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী হলে সমস্যা কোথায়?’ সর্বোচ্চ আদালতের সেই নির্দেশের পর এবার বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখতে চলেছে কমিশন।