এই মুহূর্তে কলকাতা

ভোটের আগে বোমা ও অস্ত্র উদ্ধারে জেলাগুলিকে কড়া নির্দেশ কমিশনের।

কলকাতা, ১০ জুন:- পঞ্চায়েত ভোটের প্রথম পর্ব নির্বিঘ্ন করতে তত্পর রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বের প্রথম দিনে ডোমকল, খড়গ্রাম সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ছবি ধরা পড়ায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। শনিবার সকালে তিন জেলা- মুর্শিদাবাদ, আসানসোল, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি জানতে চেয়ে কমিশনার রাজীব সিনহা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের ফোন করেন। সূত্রে খবর, কেন নির্বিঘ্নে মনোনয়ন তোলা বা জমা দেওয়া যাচ্ছে না সে ব্যাপারে কমিশন প্রশ্ন তুলেছে। ভোটের আগে বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে জেলাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন কোন কোন জেলা স্পর্শকাতর তার নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে রাজভবনে ডেকে পাঠান। অবাধ এবং সুষ্ঠু ভাবে ভোট করাতে কমিশনের হাতে পর্যাপ্ত বাহিনী আছে কিনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা আছে কিনা সে ব্যপারে রাজ্যপাল জানতে চান বলে রাজভবন সূত্রে জানা গেছে। জবাবে রাজ্য রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপালকে জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত মামলা আদালতে বিচারাধীন। সুতরাং আদালতের নির্দেশের পরেই এব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সব দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়ন জমা করতে পারেন কমিশনকে তা নিশ্চিত করতে রাজ্যপাল নির্দেশ দেন। ভোট প্রস্তুতি নিয়ে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের মতামত নিতে ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন।