হাওড়া, ১০ জুন:- আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সবকটা আসনই আমাদের লক্ষ্য। হাওড়ায় বললেন চন্দ্রিমা। শনিবার সকালে হাওড়ায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, যখনই রাজনৈতিক দলগুলো লড়াইয়ের ময়দানে নামে তখন সামগ্রিকভাবে পুরোটাই তাদের লক্ষ্য থাকে। সুতরাং নির্বাচন হবে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে সব জায়গা থেকেই আমরা জিতব। এবিষয়ে কোনও সন্দেহ নেই।
ত্রিস্তরের পঞ্চায়েত ভোটে সর্বস্তরে সবকটা আসনই আমাদের লক্ষ্য। সবই আমরা পাব এবিষয়ে সন্দেহ নেই। মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বিরোধীদের অভিযোগ সম্পর্কে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওদের প্রার্থী থাকলে তবেই তো নমিনেশন দেবে। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার করে বলেছেন কে নমিনেশন দিতে পারছেন না বললে তিনি করিয়ে দেবেন। সেই দায়িত্বটা আমাদের।