হুগলি, ৯ জুন:- গতকালই রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৮ই জুলাই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত ভোট। ভোটের দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে শাসক দল। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। শুক্রবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন শুরু করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হলুদপুল, কাজিডাঙ্গা দেবানন্দপুর এলাকায় একাধিক দেওয়াল লিখন শুরু হয়।এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তৃনমূলের তাই শুধুমাত্র দলীয় প্রতীক এঁকেই চলছে দেওয়াল লিখন। বিধায়ক জানান, বিরোধীরা মনোনয়ন করে নির্বাচনে লড়াই করলে বাধা দেওয়া হবে না, নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই মত কাজ হবে।