এই মুহূর্তে জেলা

বৃষ্টির জন্য যজ্ঞ।

হাওড়া, ৯ জুন:- তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। বৃষ্টির দেখা নেই। তাই এবার বৃষ্টির জন্য যজ্ঞ হলো হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে শ্রীপঞ্চমুখী হনুমান মন্দিরে। প্রাক্তন পুরপিতা তৃণমূল কংগ্রেস নেতা শৈলেশ রাইয়ের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ওই যজ্ঞের আয়োজন করা হয়।

এদিন বরুণদেব এবং ইন্দ্রদেবের পূজা প্রার্থনা হয়। পাশাপাশি যজ্ঞ ও পুজো পাঠ হয়। প্রার্থনা যাতে বৃষ্টি নামে। ধরাধামে যাতে বৃষ্টিতে গরমের হাত থেকে স্বস্তি মেলে। তাই বৃষ্টির জন্য তারা যজ্ঞের আয়োজন করেন।