এই মুহূর্তে জেলা

কুমড়ো বোঝাই গাড়ির চাকায় পিষ্ট প্রাত:ভ্রমণকারী। উত্তেজনা বাগনানে।

হাওড়া, ৯ জুন:- কুমড়ো বোঝাই গাড়ির চাকায় পিষ্ট প্রাত:ভ্রমণকারী। উত্তেজনা বাগনানে। কুমড়ো বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই প্রাতঃভ্রমনকারীর। মৃতের নাম ঝন্টু দাস (৫৭) বলে স্থানীয় সূত্রের খবর। মৃতের বাড়ি বাগনানের খাদিনান গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার সকালে কুকুর নিয়ে প্রাতঃভ্রমণ করতে বের হন ঝন্টু বাবু।

সেই সময়ে মেদিনীপুরগামী একটি লরি তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।