এই মুহূর্তে কলকাতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা।

কলকাতা, ৭ জুন:- রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। গতকাল রাজভবনের তরফে সবুজ সংকেত মেলার পর আজ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা বর্তমানে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে রয়েছেন। গত মাসে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হওয়ায় রাজ্য সরকার রাজীব সিনহার নাম নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে সুপারিশ করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল। কিন্তু মাত্র একটি নাম পাঠানোয় রাজভবন থেকে আপত্তি জানানো হয়।

এরপর দু দফায় রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধন এবং তাপস চৌধুরীর নাম রাজ্যপালের মনোনয়নের জন্য পাঠানো হয় বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। তবে বহুদিন বিষয়টি নিয়ে রাজ্যপালের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দিন কয়েক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেন সঠিক সময়েই রাজ্য নতুন নির্বাচন কমিশনার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।নতুন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাজভবনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উষ্মা প্রকাশ করেন। অবশেষে দীর্ঘ টানা পোড়েন শেষে রাজ্যের প্রস্তাবিত নামেই রাজভবনের সিলমোহর মিলল।এদিকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দ্বায়িত্ব নেওয়ার পর রাজীব সিনহা বলেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ স্থির করা হবে। নির্দিষ্ট বিধি মেনেই তিনি নিজের কাজ করবেন।